মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ধামরাইয়ে আরিচা মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি
সুমন আহমেদ, ধামরাই
প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩, ৪:১৫ PM
রাজধানীর অন্যতম প্রবেশমুখ ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর ও বাড়বাড়িয়া এলাকায় ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ তল্লাশি চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আগামীকাল (শনিবার) রাজধানী ঢাকায় দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে এ তল্লাশি চালানো হচ্ছে।

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে ইসলামপুর ও বাড়বাড়িয়া গিয়ে দেখা যায়, ধামরাই থানা পুলিশের পক্ষ থেকে তল্লাশি চৌকি বসানো হয়েছে। 

এসময় পুলিশ সদস্যদের ঢাকাগামী বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রী ও চালকদের জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। পুলিশ সদস্যরা যাত্রীদের পরিচয়, ঢাকায় আসার কারণ জানতে চাচ্ছেন। 

মাইক্রোবাসের ভেতরের বিভিন্ন অংশে খুঁজে দেখছেন। পুলিশের সঙ্গে সাদা পোশাকে একটি গোয়েন্দা সংস্থার সদস্যদের সহযোগিতা করতে দেখা যায়।

এদিকে ধামরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুরে ও বাড়বাড়িয়া এলাকায় তাদের পক্ষ থেকে তল্লাশিচৌকি বসানো হয়েছে। ঢাকাগামী বিভিন্ন পরিবহনে যাত্রীদের জিজ্ঞাসাবাদসহ তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন তারা।

ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ সকাল থেকে ধামরাইয়ের ইসলামপুরে ও বাড়বাড়িয়া তল্লাশি কার্যক্রম চলছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত