চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি-জামায়াত কর্তৃক হরতালের নামে পুলিশ হত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
গতকাল শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় সমাবেশের নামে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও নৈরাজ্যের ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালন করে।
রোববার (২৯ অক্টোবর) সকালে সলিমপুর থেকে সীতাকুণ্ড পৌরসদর বাজার পর্যন্ত মোটরসাইকেল শোভাযাত্রা বের করে আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা।
এরপর উপজেলা আওয়ামী লীগ একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যথাযথ স্থানে মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ ম ম দিলসাদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এইচ এম তাজুল ইসলাম নিজামীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আল মামুন।
এতে উপস্থিত ছিলেন সলিমপুর ইউপি চেয়ারম্যান সালা উদ্দিন আজিজ, বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদুল আলম চৌধুরী, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, উত্তরজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জসিম, যুবলীগ নেতা সুজিত দাস প্রমুখ। এসময় ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এস এম আল মামুন বলেন, বিএনপি-জামায়াত গতকাল সমাবেশের নামে ঢাকা শহরে নৈরাজ্য সৃষ্টি করে আমাদের এক পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। এর প্রতিবাদে জেলা আওয়ামী লীগের নির্দেশে আমরা সকালে সলিমপুর থেকে সৈয়দপুর পর্যন্ত শান্তি সমাবেশ করেছি। সীতাকুণ্ডের এক ইঞ্চি মাটিও কোনো অপশক্তিকে দখল করতে দেব না। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তিনি আরও বলেন, ২০১৩-১৪ সালে জামায়াত-শিবির যেভাবে নৈরাজ্য সৃষ্টি করেছিল। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী তাদের নৈরাজ্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না।