মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
হরতালে পুলিশি নিরাপত্তায় ইবিতে ক্লাস-পরিক্ষা
ইবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৪:২২ PM
সরকার বিরোধী প্রধান রাজনৈতিক দল বিএনপি ও বাংলাদেশ জামায়েত ইসলামী দেশজুড়ে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। রবিবার (২৯ অক্টোবর) দেশজুড়ে হরতালের সময় পুলিশি নিরাপত্তায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস পরিক্ষা অনুষ্ঠিত হতে দেখা যায়।

পুলিশি নিরাপত্তার মাধ্যমে সর্বপ্রথম সকাল ৮ টা ১৫ মিনিটের দিকে কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা থেকে ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীদের বাস ছাড়ে যেটি সকাল ৯ ঘটিকার দিকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। বিকেল ৪ টা ৫ মিনিটে পুলিশি নিরাপত্তার মাধ্যমে ক্লাস- পরিক্ষা শেষে বাস ক্যাম্পাস থেকে ছেড়ে যায়। এসময় পুলিশ, হাইওয়ে পুলিশের পাশাপাশি ডিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের টহল ছিল।

এছাড়াও নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের প্রধান ফটক ও প্রশাসন ভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অতিরিক্ত পুলিশের পাশাপাশি ডিবি সদস্যদের উপস্থিতি দেখা যায়। এছাড়াও সাদা পোষাকে গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি ছিল।

গতকাল সরকার বিরোধী দলগুলোর হরতালের কর্মসূচি ঘোষনার পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রধান ফটক বন্ধ রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় গ্রহন করা হয়। রাতে বিশ্ববিদ্যালয়ের যথারীতি পরিক্ষা চলবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। এসময় সকাল ১০ টা ও দুপুর ২ টার বাস বন্ধ থাকবে বলে জানানো হয়। 

এদিকে বিশ্ববিদ্যালয়ে সরকার বিরোধী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর হরতাল সমর্থিত কোন কর্মসূচি পালন করতে দেখা যায়নি। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাশ্ববর্তী শেখপাড়া বাজার অতিক্রম করে দলীয় টেন্টে জড় হয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে  শেষ হয়। সেমসয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বক্তব্য রাখেন।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থিতিশীল অবস্থা বজায় রাখতে সর্বোচ্চ সহয়তা করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত