সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
কেন্দুয়ায় হরতালের কোনো প্রভাব নেই, সতর্ক পুলিশ
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৪:৪৪ PM আপডেট: ২৯.১০.২০২৩ ৫:০৫ PM
বিএনপি-জামাতের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের তেমন প্রভাব পড়েনি নেত্রকোনার কেন্দুয়ায়। স্বাভাবিক রয়েছে জনজীবন। মাঠে নেই বিএনপি, শান্তি ও উন্নয়ন সভা করেছে  আ.লীগ, হরতালে নাশকতা ও জনগণের জানমালের নিরাপত্তা  কেন্দুয়া থানা পুলিশ কঠোর সর্তক অবস্থায় রয়েছে। 

রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত কেন্দুয়া  পৌর শহরসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে হরতালের সমর্থনে কোনো মিছিল- মিটিং, পিকেটিং চোখে পড়নি। এমনকি হরতাল সমর্থিত দলের নেতা কর্মীদেরও দেখা যায়নি। তবে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ রয়েছে সতর্ক অবস্থায়। 

এদিকে সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দুয়া  উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে জড়ো হতে থাকে শান্তি ও উন্নয়ন সমাবেশ করার জন্যে। 

বিএনপি জামায়াতের সন্ত্রাসের নৈরাজ্যর অপপ্রচার ও দেশ বিরোধী ষড়যন্ত্র ও বিএনপি-জামাতের ডাকা সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে কেন্দুয়া  উপজেলা আওয়ামীলীগ দুপুরে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শান্তি ও উন্নয়ন সভা আ.লীগ সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো.আসাদুল হক ভূঞা। 

নেতৃবৃন্দ বলেন, গতকাল রাজধানী ঢাকাতে বিএনপি  তাদের  শান্তি সমাবেশ করার প্রত্যয়ে সরকারের দেয়া ২০ দফা  শর্ত মেনে পল্টনে সমাবেশ করার কথা থাকেলও তারা শান্তি সমাবেশে ব্যর্থ হয়েছে।  বিএনপির সন্ত্রাসীরা আন্দোলনের নামে রাজধানীতে সন্ত্রাসী তান্ডব চালিয়েছে,হাসপাতালের অ্যাম্বুল্যান্স পুড়িয়েছে, হাসপাতালে আগুন দিয়েছে, দায়িত্বরত সাংবাদিক বন্ধুদের হামলা চালিয়ে আহত করেছে, প্রধান বিচারপতির বাসভবনের সামনে ভাংচুর করেছেন। সর্বোপরি  এক পুলিশ সদস্যকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। তারপরও দেশকে অস্থিতিশীল ও নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে তারা সকাল-সন্ধ্যা হরতালের মতো কঠোর কর্মসূচি দিয়েছে। বিএনপির এই সন্ত্রাসী হামলায় যারাই জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি  জোর দাবি জানান নেতৃবৃন্দ। 

কেন্দুয়া  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক বলেন, জনসাধারণের জানমাল রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তায় পুলিশ কাজ করছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছি বলে তিনি জানান। 

এদিকে হরতালের সমর্থনে সকাল থেকে দুপুর পর্যন্ত বিএনপির কোনো মিটিং, মিছিল, পিকেটিং চোখে পড়ে নাই।  

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, মো.শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক কনকসহ কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত