ব্রাহ্মণবাড়িয়া শহরে ককটেল বিস্ফোরণের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে শহরের কালিবাড়ি মোড় ও পাওয়ার হাউজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোল্লা সালাউদ্দিন (৪০), সেজান মাহমুদ তুষার (৩৫), জাবেদ মিয়া (২৮), সোহাগ (৩৪), আব্দুল্লাহ আল মামুন (৪২), মো. শহীদ (৪০), বেলাল সিদ্দিকী (৩৫), বিল্লাল হোসেন (৩০), ফায়জুর রহমান (৩৮) ও ইমাম (১৮)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন বিএনপি সমর্থিত ১০ নেতাকর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাত পৌনে ১০ দিকে কালিবাড়ি মোড় ও পাওয়ার হাউজ রোড এলাকায় ৮-১০ ককটেল বিস্ফোরণ করে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা।
পরে ঘটনাস্থল থেকে দুইটি ককটেল উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশের অভিযানে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের ১০ নেতাকর্মীকে রেলওয়ে স্টেশন, উত্তর মৌড়াইল, টিএরোড, কালিবাড়ি মোড়, পাওয়ার হাউজ রোড থেকে আটক করা হয় ৷
ওসি আরও জানান, আটককৃত নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণের পর আশেপাশে বিভিন্ন এলাকায় লুকিয়ে ছিল। পরে পুলিশের অভিযানে তাদেরকে আটক করা হয়। জনগণের জানমাল রক্ষায় ও যেকোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত আছে।