সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
টঙ্গীতে বিএনপির স্বতঃস্ফূর্ত হরতাল পালিত
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৫:১৪ PM
গাজীপুরের টঙ্গীতে বিএনপি জামাতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে। রোববার সকাল থেকে জনগুরুত্বপূর্ণ স্থান গুলোতে ছিলনা কোন বারতি জটলা বা ব্যস্ততা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলেনি কোন দূরপাল্লার গনপরিবহন।

কিছু আন্তঃজেলা গনপরিবহন চলতে দেখা গেলেও যাত্রী সংখ্যা ছিল খুবই কম। সকাল আটটার দিকে শ্রমজীবী মানুষের কিছুটা ভিড়  থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেটাও কমে যায়। সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। বেলা এগারোটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চেরাগ আলী মার্কেট এলাকায় একটি বিআরটিসি দোতলা বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

 এতে বাসের দ্বিতীয় তলার দুইটি আসন পুড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এরপর বেলা সাড়ে বারোটার দিকে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের স্টেশন রোড এলাকায় চম্পাকলি সিনেমা হলের সামনে টায়ার জ্বালিয়ে দিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয়। পরে পুলিশ ও স্থানীয়রা আগুন নিভিয়ে টায়ার অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শিত দাবী ১০/১২ জন বিএনপি কর্মী সড়কে টায়ারে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।

অপরদিকে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। মহাসড়কের পাশে অবস্থান নিয়ে তারা বিএনপি জামাতের ডাকা হরতালের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।

এছাড়া দুপুর বারোটার দিকে টঙ্গীর নতুন বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে হরতাল বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ। এসময় মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর দুই আসনের সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক রেজাউল করিম, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহবায়ক শাহজাদা সেলিম লিটন, পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি শফিক তালুকদার, সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নিরব, যুবলীগ নেতা জসিম মাদবর প্রমূখ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত