২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ থেকে সাংবাদিকদের উপর হামলা, মারপিট করে আহত করার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের মুজিব সড়কস্থ চৌরাস্তা মোড়ে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নয়। একটি রাজনৈতিক কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ২১ জন সাংবাদিক হামলার শিকার হয়েছে।
এটা কখনোই কাম্য হতে পারে না। পুলিশকে মারপিটের ভিডিও তুলতে যাওয়ায় সাংবাদিকদের উপর ন্যাক্কর জনক হামলার ঘটনা ঘটেছে।অবিলম্বে এ হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের সনাক্ত করে শাস্তি দাবী করেন বক্তারা। তাছাড়াও কার্যরত পুলিশ, বীর মুক্তিযোদ্ধা সন্তান আমিরুল পারভেজ সন্ত্রাসী দ্বারা নির্মম হত্যার শিকার হয়। এরও প্রতিবাদ জানান বক্তারা।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সাংবাদিক নুরুল ইসলাম বাবু, সাংবাদিক গাজী শাহাদত হোসেন ফিরোজী,সাংবাদিক ইসরাইল হোসেন বাবু, সাংবাদিক এস এম তফিজ উদ্দিন, সাংবাদিক অশোক ব্যানার্জী, রিংকু কুন্ডু প্রমুখ।