ভান্ডারিয়া উপজেলার মাটিভাংগা গ্রামে রোববার বিকেলে আপন বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন আঃ মালেক হাওলাদার (৩৫)।
তাকে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার মাটিভাংগা গ্রামের মতিউর রহমান হাওলাদার এর ছেলে।
আহতের স্ত্রী জেসমিন বেগম জানান, পারিবারিক কলোহের জেরে, আঃ মালেক এর আপন বড় ভাই ইউপি সদস্য আঃ রহমান হাওলাদার (৪০) তাকে এলোপাতারি কুপিয়ে তার ডান হাতের একটি আঙুল বিচ্ছিন্ন করে ফেলে, পিঠে এবং ডান পায়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |