সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
বনানীতে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৩:৫৮ PM আপডেট: ০২.১১.২০২৩ ৪:০৯ PM
রাজধানীর বনানীতে ভিআইপি পরিবহনের একটি বাসের ধাক্কায় হাসানুজ্জামান আলম (৪৮) নামে এক ব্যক্তির প্রাণ গেছে। তিনি রাজধানীর একটি এলাকায় নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে বনানী ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে। পরে আলমকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দরিয়া কিশোরপুর এলাকার বাসিন্দা আলম। তিন সন্তানের জনক তিনি, স্ত্রী গ্রামের বাড়িতেই থাকেন।

আলমের পরিচিত এক ব্যক্তি জানান, সকালে বনানী ফ্লাইওভারের ঢালের পাশে সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় যাত্রীবাহী ভিআইপি পরিবহনের একটি বাস আলমকে ধাক্কা দেয়। পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। আর্মি স্টেডিয়ামের বিপরীতের সড়কে দুর্ঘটনাটি ঘটে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত