ময়মনসিংহের ত্রিশালে বিএনপি-জামাতের অবৈধ অবরোধ, জ্বালাও পোড়াও এবং নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সংসদ হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীর আয়োজনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করে হাজারো নেতাকর্মী। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ধর্ম ববিষয়ক মন্ত্রনালয় সম্পকিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এমপি।
তিনি বক্তব্যে বলেন, বিএনপি-জামাতের অবৈধ অবরোধ, জ্বালাও পোড়াও জনগন এখন আর মানে না। জনগন নির্বিগ্নে চলাফেরা করছে। আমরা জনগনের জানমাল রক্ষার্থে সর্বদা রাজপথে আছি। আজ তাদের তিনদিনের অবরোধ শেষ হচ্ছে। নতুন করে আবার নৈরাজ্যের কর্মসূচি দিলে জনগনকে সাথে নিয়ে রাজপথে কঠিন হাতে প্রতিহত করবো।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক হামিদুর রহমান, ত্রিশাল সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসাইন, রামপুর ইউপি চেয়ারম্যান আপেল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা হাসান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য হাসান শহীদ সোহেল প্রমূখ।