বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটিতে সাংবাদিক লিটন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৬:৩৩ PM
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের (২০২২-২০২৫)অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য  হয়েছেন দৈনিক দিনের খবর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো. সাইফুল ইসলাম লিটন।

নেত্রকোনা সদরের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান লিটনের পদ প্রাপ্তিতে উচ্ছ্বসিত এলাকাবাসী। ছাত্রলীগ দিয়ে রাজনীতির হাতেখড়ি লিটনের। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতি। সেই সঙ্গে তিনি দলের সাধারণ সম্পাদক এবং  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের,  অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তার প্রয়াত বাবা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। চাচা নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের আমৃত্যু ডেপুটি কমান্ডার। বড় ভাই সদর উপজেলা আওয়ামী লীগ নেতা। চাচাতো ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা।

সাইফুল ইসলাম লিটন বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনা ও উন্নয়নের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে নিয়মিত বিশ্লেষণধর্মী মতামত প্রকাশ করে আসছেন। করোনাকালীন নিম্ন আয়ের মানুষের কাছে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেছেন। বর্তমান ক্ষমতাসীন দলের এজেন্ডা বাস্তবায়নে মাঠ পর্যায়ের সংগঠকের ভূমিকা পালন করছেন।

লিটন বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, সুখী, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে রূপান্তরের দৃঢ় প্রত্যয়ে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই দূরদর্শী নেতৃত্বে আমার ওপর নতুন দায়িত্ব অর্পিত হয়েছে। একজন আওয়ামী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে তা পালনের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত