সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে বিভিন্ন ভাতাভোগী ও প্রনোদনা প্রাপ্তদের সাথে মতবিনিময় সভা শনিবার সকালে ছাড়াইতকান্দি হোসাইনিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান উম্মে রুমার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, ফেনী-৩ আসনের সাংসদ লে: জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (অঃ) এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফেনী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা আ'লীগের সভাপতি মফিজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, ভাইস চেয়ারম্যান (মহিলা) জোবেদা নাহার মিলি, উপজেলা আ'লীগের সদস্য রফিকুল ইসলাম।
এসময় পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু তৈয়ব বাবুল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিন সহ ইউপি সদস্য শেখ ফরিদ, জিয়া উদ্দিন, বিবি কুলসুম, আকবর হোসেন, সহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, যুবলীগ নেতা বিদ্যুৎ মহাজন।