সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
রাঙামাটিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৫:০০ PM
‘‘পুলিশ জনতা ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই স্লোগানে রাঙামাটিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

শনিবার (০৪ নভেম্বর) সকালে রাঙামাটি কোতোয়ালী থানা প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে রাঙামাটি জেলা পুলিশ।

জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র আকব হোসেন চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমানসহ সরকারি-বেসরকারি ও বিভিন্ন ওয়ার্ড কমিশনারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মাদক, কিশোর গ্যাংসহ সামাজিক অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে। এটাই হলো কমিউনিটি পুলিশিং এর সফলতা।

পরবর্তীতে কমিউনিটি পুলিশিং এ বিশেষ অবদানের জন্য ২ জন কে সম্মাননা দেওয়া হয়।#



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত