পটুয়াখালীর দশমিনায় অবরোধের সমর্থনে উপজেলা ছাত্রদলের উদ্যোগে সড়কে গাছ পুরিয়ে ও বিক্ষোভ মিছিল করে পালিত হচ্ছে অবরোধ।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী এলাকায় দশমিনা সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা ছাত্রদল নেতা আবুল বসারের নেতৃত্বে ছাত্রদলের কর্মীরা সড়কে টায়ার ও গাছের গুড়ি ফেলে অগ্নিসংযোগ করে বিক্ষোভ এবং সড়ক অবরুদ্ধ করেন ছাত্রদলের নেতা কর্মীরা।
ওই সময়ে সড়কটিতে দীর্ঘক্ষণ সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় বিএনপির নেতাকর্মীদের রাস্তায় গাছ পুড়িয়ে হরতাল অবরোধ সফল করতে, সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় জেলা বিএনপিরসহ সকল নেতাদের মুক্তির দাবিতে সারাদেশে দলটির নেতাকর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদে স্লোগান দিতে দেখা যায়।