চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাগলা হাতির আক্রমণের শিকার হয়ে মো. মুফাসসির হোসেন (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের মানিকড়া গ্রামের একটি আম বাগানে এ ঘটনা ঘটে। নিহত মুফাসসির উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. বুলবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল হাতির মাধ্যমে এলাকায় চাঁদা উত্তোলন করার সময় ছুটে যায় পাগলা দুটি হাতিটি। এসময় শিশু মুফাসসির একটি হাতির সামনে পড়লে হাতির পায়ের নিচে চাপা পড়ে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, উপজেলার নেজামপুর ইউনিয়নে দুটি পাগলা হাতির আক্রমণে গুরুতর আহত হয় মুফাসসির। পরে আহত অবস্থায় তাকে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ওসি আরও জানান, আক্রমণকারী দুই হাতির মধ্যে একটি হাতি পালিয়ে যায়। অপর হাতিকে আমনুরা শিমুলতলা মোড়ে আটক করে রাখেন এলাকাবাসীরা। পরে বন বিভাগকে বিষয়টি জানানো হলে রাজশাহী থেকে বন কর্মকর্তাসহ তাদের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।