সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
শ্রীপুরে পোশাক শ্রমিক বহনকারী বাস ও কাভার্ড ভ্যানে দুর্বৃত্তদের আগুন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ১:৩৮ PM
গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (০৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার ২ নম্বর সিএন্ডবি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, মধ্য রাতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে হঠাৎ আগুন জ্বলতে দেখেন তারা। এসময় ওই কাভার্ড ভ্যানের চালক পাশের একটি দোকানে চার পান করছিলেন। আগুন দেখে চালক দ্রæত কাভার্ড ভ্যানের কাছে এসে আশপাশের লোকজনের সহযোগীতায় আগুন নেভান। ততক্ষণে কাভার্ড ভ্যানের সামনের বেশির ভাগ অংশ পুড়ে যায়। ভ্যানটিতে কারা আগুন দিয়েছেন তা জানাতে পারেননি চালক। ধারণা করছেন পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার খবর জানা নেই। তবে এ প্রতিনিধির কাছে ফোন পেয়ে তিনি খোঁজ নিবেন বলে জানান।

এদিকে, বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে শ্রীপুরে পার্কিং করা পোশাক শ্রমিক বহনকারী বাসে পেট্রোল ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ওই বাসটি সম্পূর্ন পুড়ে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পৌঁছে আগুন নেভায়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার রঙ্গিলা বাজার (ক্যাপ্টেন সিএনজি’র) সড়কের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

বাস চালক রিয়াদ হোসেন জানান, বাসের চাকা পাংচার হয়ে গেলে মেরামতের জন্য বিকেল ৬টায় রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাসটি পার্কিং করেন। পরে চাকা খুলে পাশের দোকানে পাংচার সারানোর জন্য নিয়ে যান। এর ফাঁকে দুর্বৃত্তরা বাসেরপেছনে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। পাশের দোকান মালিক সজিব চালককে তার বাসে আগুনলাগার খবর দিলে সে গিয়ে বাসে অগুন জ¦লতে দেখে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো: নাসিম জানান, মেরামতের জন্য মহাসড়কের পাশে পার্কিং করে রাখা বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত