সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
গত ২৭ ঘণ্টায় সারাদেশে ১৩ গাড়িতে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ১:৪৮ PM
বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার অবরোধ চলছে সারা দেশে। দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বর অবরোধ শেষে এক দিন বিরতি দিয়ে ফের ৮ নভেম্বর সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ চলছে দল দু'টির।

অবরোধের তৃতীয় দফায় গত ২৭ ঘণ্টায় ১৩টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৩টির মধ্যে ৭টি বাস, ৪টি কাভার্ড ভ্যান ও ২টি ট্রাকেও আগুন দেয় দুর্বৃত্তরা।








বৃহস্পতিবার (৯ নভেম্বর) এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।

তিনি জানান, গতকাল বুধবার (৮ নভেম্বর) সকাল ৬ থেকে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় সারা দেশ ১৩টি আগুনের সংবাদ পাওয়া গেছে। এ সময়ে রাজধানীতে ৫টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।








তিনি আরও জানান, রাজধানীতের হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলী, মিরপুর ও ধানমন্ডিতে পাঁচটি; ঢাকা বিভাগের মধ্যে গাজীপুরে তিনটি, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে একটি ও নোয়াখালীতে একটি, রাজশাহী বিভাগের বগুড়ার শিবগঞ্জ একটি, বরিশাল বিভাগের বরগুনার গৌরনদীতে দুটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত