সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
দশমিনায় সাধারণ জনগণ নিয়ে মতবিনিময় সভা
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ১:৫৮ PM আপডেট: ০৯.১১.২০২৩ ২:০৮ PM
পটুয়াখালীর দশমিনায় সরকারি সেবা প্রাপ্তির বিষয়ে সাধারণ জনগন ও বিভিন্ন ভাতাভোগীদের নিয়ে মতবিনমিয় সভা করেন স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১০ টায়  উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়েয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। 

রণগোপালদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও  ইউনিয়ন আ"লীগের সভাপতি আবদুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য এসএম শাহজাদা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান আবদুল আজিজ, সভার মূখ্য সমন্বয়ক উপজেলা নির্বাহী অফিসার নাফিজা নাজ নীরা,মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন্নাহার খান ডলি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেন উপজেলার আ"লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী কালম, যুগ্ন সাধারণ সম্পাদক গৌতম রায়, এ্যাড. নাইম বশির,জেলা পরিষদ সদস্য গাজী মিজান সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ আওয়ামীলী ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও ওই ইউনিয়নের সর্বস্তরের  জনগণ। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তেব্যে বলে,শেখ হাসিনা সরকার মানে অসহায়দের সেবাদান। সরকারে এই উন্নয়নকে বেগবান করারর জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দানের প্রার্থনা করেন।

পরে আলোচনা সভার শেষে গত সোমবার ওই বাজারে মধ্যরাতে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়র ক্ষতিগ্রস্তদে মাঝে সাড়ে ৭ হাজার টাকা করে সাড়ে ৩৭ হাজার টাকা প্রদান করেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত