বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
কেশবপুরে ফিলিস্তিনিদের উপর হত্যা নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৩:৫৫ PM
“মৈত্রীর বন্ধনে শান্তিময় বিশ্ব চাই” শ্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুরের কেশবপুরে ফিলিস্তিনিদের উপর হত্যা নির্যাতন বন্ধের দাবীতে ও দখল দারিত্ব ইজরাইলের বিরুদ্ধে কেশবপুর উপজেলা খেলাঘর আসরের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার বেলা ১১টায় কেশবপুর শহরের গাজীর মোড় চত্ত্বরে কেন্দ্রীয় খেলাঘর আসর এর নির্দেশনায় কেশবপুর খেলাঘর কতৃক আয়োজিত অনুষ্ঠানে সংগনের সম্পাদক সৈয়দ আকমল আলী’র সভাপতিত্বে ও সহ সম্পাদক রবিউল আলমের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জ্জামান খান, কেশবপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, কেশবপুর ন্যাশনাল প্রেস সোসাইটি ও মানবাধীকার সংস্থার সভাপতি শামিম আক্তার মুকুল, কেশবপুর নিউজ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন, বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মন্ডল, কেশবপুর পৌর সেচ্ছাসেবগলীগের আহবায়ক আবুল বাশার, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের দপ্তর সম্পাদক ও পুষ্প খেলাঘর আসরের সভাপতি সোহেল পারভেজ, ফুলকুড়ী খেলাঘর আসরের সভাপতি অলিয়ার রহমান, মনোজ খেলাঘর আসরের সভাপতি এনামুল কবীর, খেলাঘরের বন্ধু সামিয়া নেওয়াজ, সাওদা নেওয়াজ, অর্ক সরকার, শোয়াইব বিন আলম, আবু তালহা নাইম প্রমুখ। 

এসময় উপজেলার বিভিন্ন খেলাঘর আসরের বন্ধুরা ও ভিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের উপর হত্যা নির্যাতন বন্ধের দাবীতে ও দখল দারিত্ব ইজরাইলের বিরুদ্ধে কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সঙ্গে মানব বন্ধনে দাড়িয়ে সংহতি প্রকাশ করেন এবং অবিলম্বে যুদ্ধো বন্ধের দাবী জানান।





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত