বাংলাদেশ ছাত্রলীগ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রারোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্ঠির অপচেষ্টার প্রতিবাদে ০৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুর দেড়টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশববিদ্যালয়ের অডিটরিয়ামের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে এসে মিছিল শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগ, কুয়েট শাখার সভাপতি রুদ্রনীল সিংহ শুভর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ. কে. এম. নিবিড় রেজার সঞ্চালনায় কুয়েট শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা বক্তৃতা করেন। মিছিল ও সমাবেশে বিশববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং বাংলাদেশ ছাত্রলীগ, কুয়েট শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।