বরিশাল সিটি কর্পোরেশন এর দায়িত্ব গ্রহনের পর থেকেই বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্যে কাটিয়েছেন শেষ মূহুর্তে এসেও মেয়াদ শেষ হওয়ার চারদিন আগে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় ১নং প্যানেল মেয়র এর কাছে দায়িত্ব হস্তান্তর করে তিনি অব্যাহতি নেয় সাদিক।
দায়িত্ব অব্যাহতির পর সাদিক পায়ে হেঁটে নগর ভবন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কালীবাড়ি সড়কের বাসভবনে যান। এসময় সড়কের দুপাশে সাধারণ মানুষ তাকে সংবর্ধিত করেন।
সাদিক আব্দুল্লাহর অব্যাহতির কারণে আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত চার দিন মেয়রশূন্য থাকবে নগর ভবন।
এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন, মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ৯ নভেম্বর পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তার মেয়াদকাল পাঁচ বছর পূর্ণ হবে আগামি ১৩ নভেম্বর।
তিনি আরো বলেন, আগামি ১৪ নভেম্বর নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ দায়িত্ব নেবেন। মেয়র সাদিক আব্দুল্লাহ অব্যাহতি নেওয়ায় নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর সঙ্গে দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে দেখা হওয়ার সম্ভাবনা নেই মনে হয়।
অপরদিকে নতুন দায়িত্ব নিতে যাওয়া মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর অভিষেক অনুষ্ঠানের জন্য সাজানো হচ্ছে পুরো নগরী। ১৪ নভেম্বর (মঙ্গলবার) আবুল খায়ের আব্দুল্লাহর অভিষেক অনুষ্ঠান আড়ম্বরপূর্ণ করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন। তিনি জানান, অভিষেক অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের যোগ দেওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে চাচা আবুল খায়ের আব্দুল্লাহর বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন হারান সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। গত ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।