সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেলবরিষা বি ইউ কে উচ্চ বিদ্যালয়ের এস এসসি ফরম পূরণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে তাদের বোর্ডের অধীন বিদ্যালয়গুলোর জন্য ফরম পূরণের সময় ও নির্ধারিত নিয়ম জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের (নিয়মিত) জন্য ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১৪০ টাকা আর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের পরীক্ষার্থীদের (নিয়মিত) জন্য ২ হাজার ২০ টাকা। ফরম পূরণের নির্ধারিত ফি চেয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা বেশি আদায় করছেন প্রধান শিক্ষক ইউসুফ আলী ।
এ ব্যাপারে প্রধান শিক্ষক জানান, আমি নির্ধারিত ফি নিয়েছি এর সঙ্গে ২০০ টাকা বেশি নিয়েছি। সরেজমিনে বৃহস্পতিবার সকালে গিয়ে স্থানীয় এলাকাবাসী নিকট জানতে চাইলে তারা জানান, ২০২৩ সালের এসএসসি নির্বাচনী পরীক্ষায় অত্র বিদ্যালয়ের ৬৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করলেও মাত্র ১ জন শিক্ষার্থী সকল বিষয়ে উত্তীর্ণ হয়। বাকি সকলে ১ হতে ৪ বিষয়ে ফেল করেছে শিক্ষার্থীরা ।
এ ব্যাপারে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম রব্বানীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন , নিউজ আগেই করবেন না। আমি একটু হেডমাস্টারে সাথে কথা বলি। তিনি আরও বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের সাথে আমি পেরে উঠে পারি না তারা নিজেদের মতো করে সব সময় কাজ করতে চান।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বোর্ডের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নাই। বোর্ড কর্তৃক নির্ধারিত ফি সেটা নেবে।