বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
প্রধানমন্ত্রীর সামনে দু’টি গানে নৃত্য করবেন জায়েদ খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, ৫:৩৭ PM
চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে জুটি বেঁধে ‘ছায়াবাজ’ নামের সিনেমার শুটিং করছেন। তাছাড়াও সম্প্রতি তিনি বেশ কিছু পারফর্ম করছেন। যেগুলো নিয়ে বেশ আলোচনায় আছেন এ নায়ক।

এদিকে আজ (১২ নভেম্বর) গণমাধ্যমকে নতুন খবর দিলেন জায়েদ খান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ প্রদান অনুষ্ঠান মঞ্চে দুটি গানের সঙ্গে নাচবেন তিনি। আর এই অনুষ্ঠান দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জায়েদ খান

জায়েদ খান










এ প্রসঙ্গে জায়েদ খান বললেন, ‘খসরু ভাই ও রোজিনা আপার সম্মানে গানে নাচে অংশ নেব। তাদের বিখ্যাত দুই গানে নাচতে যাচ্ছি এটা আমার সৌভাগ্য। আর যেহেতু প্রধানমন্ত্রীর সামনে নাচব, তাই এটাকে আমার পরম পাওয়া বলে মনে করছি।’

‘ওরা ১১ জন’ খ্যাত অভিনেতা-মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু এবং রওশন আরা রোজিনাকে চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য ২০২২ সালে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে জায়েদ খান

প্রধানমন্ত্রীর সঙ্গে জায়েদ খান

















সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা মুক্তি পেয়েছে। এতে টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। তাছাড়া তার ‘সোনার চর’, ‘বাহাদুরী’সহ বেশকয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত