নীলফামারীর সৈয়দপুরে পুর্ব শক্রতার জেরে অর্ধশতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রোববার (১২ নভেম্বর) দুপুরে ওই গাছের মালিক কাজী আব্দুর রহিম বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, শহরের পৌরসভার ১০ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত শমসের উদ্দিনের ছেলে আব্দুর রহিম। তিনি ওই ওয়ার্ডের পাটোয়াড়ী পাড়া সড়কে তফশীল বর্ণিত সৈয়দপুর মৌজা, জেএল নং-৩৭। ২১৬৫ খতিয়ান ও ডিপি ৬২৬। ২১৭৮ ও ২১৭৯ দাগ নম্বরে মোট ৩৬ শতক জমি ভোগ করে আসছেন। এরই ধারাবাহিকতায় দুই মাস পুর্বে মেহগনি, ইউক্যািলিপটাস ও আমসহ বিভিন্ন প্রজাতীর গাছর ৫০টি চারা রোপন করেন তিনি। তবে একই এলাকার কাজী ওলিয়ার রহমানের ছেলে কাজী আনিসুর রহমান রুবেলসহ তার পরিবারের সদস্যরা নিজের বলে দাবি করেন।
গত শুক্রবার জুম্মার নামাজের সময় ফাঁকা পেয়ে গাছগুলো ভেঙ্গে ক্ষেতে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা বলে অভিযোগ করেন গাছের মালিক কাজী আব্দুর রহিম। এতে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। পরে উপায় না পেয়ে রোববার দুপুরে সৈয়দপুর থানায় এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।