মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
নড়াইলে তিন নারী মাদক কারবারীর যাবজ্জীবন
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, ৭:৫২ PM
নড়াইলে একটি মাদক মামলায় তিন মহিলা মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১২ নভেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ সাইফুল আলম এ আদেশ দেন। 

যাবজ্জীবন কারাদন্ড আসামী শাহিদা বেগম (৪০) যশোর জেলার চৌগাছা থানার শলুয়া গ্রামের মৃত জাহান বিশ্বাসের মেয়ে ও ফাতেমা বেগম (৩৮) একই এলাকার মৃত মওলার মেয়ে । অপর পলাতক আসামী পেয়ারা বেগম (৪০) গোপালগঞ্জ জেলার নিজড়া সরদার পাড়া গ্রামের মৃত বেলায়েত সরদারের মেয়ে।

মামলার বিবরণে জানা যায়, লোহাগড়া থানার মাদক দ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান কালে ২০১১ সালের অক্টোবর মাসের ১২ তারিখে বিকেলে লোহাগড়ার জয়পুর খেয়া ঘাটে পারাপারের সময় তল্লাসী কালে শাহিদার বিশেষ ভাবে ওড়নায় মোড়ানো ৪০ বোতল, আসামী ফাতেমার কোমরে বিশেষ কায়দায় থাকা ২৫ বোতল ও আসামী পেয়ারা বেগমের কাছে থাকা ২৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় এ এস আই মনিরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামী করে লোহগড়া থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত শাহিদা বেগম,ফাতেমা বেগম, পলাতক আসামী পেয়ারা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত