রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
মেট্রোরেলে ভ্রমণ করলেন ৩০০ সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, ৮:২২ PM আপডেট: ১২.১১.২০২৩ ৮:৩৬ PM
রাজধানীতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় ৩০০ সাংবাদিক একযোগে মেট্রোরেলে ভ্রমণ করেছেন। প্রেসক্লাব থেকে যাত্রা করে উত্তরার উত্তর স্টেশনে নেমে মেতে উঠেন তুমুল আড্ডায়।

স্বাধীনতা সাংবাদিক ফোরামের আয়োজনে এবং সিএপি'র ব্যবস্থাপনায় রোববার (১২ নভেম্বর) সকাল পৌনে ৯টায় মেট্রোরেলের প্রেসক্লাব স্টেশন থেকে যাত্রা শুরু করে সোয়া ৯টায় উত্তরার উত্তর স্টেশনে পৌঁছান সাংবাদিকরা। 









মেট্রোরেল ভ্রমণে সহযাত্রী ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম রতনসহ সিনিয়র সাংবাদিকরা।









মেট্রোলের উত্তর স্টেশন এলাকায় সকালের নাস্তা শেষে গান পরিবশেন করেন শিল্পী বৃষ্টি দে। গান শেষে সব সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ফটোসেশন। সবেশেষে সাংবাদকিরা সকাল ১১টা ১০ মিনিটে মেট্রোরেলে চড়ে আবারও প্রেসক্লাব আসেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত