সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
বালিয়াকান্দিতে ছাত্র ও যুব সমাবেশ
বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, ৮:৩৯ PM
রাজবাড়ী বালিয়াকান্দিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে  উপজেলা যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ নভেম্বর)বিকালে বালিয়াকান্দি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আ. লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি। 

এসময় তিনি বলেন, আগামী নির্বাচনকে ঘিরে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে প্রত্যেক জাগায় প্রতিরোধ গড়ে তুলে  তাদের এই অপচেষ্টা কে নশ্যাত করে দিতে হবে। যুব সমাবেশের দ্বারাই এটা সম্ভব। এজন্য ঐক্যবন্ধ  শক্তিশালী কমিটি করতে হবে এই কমিটি শুধু ষড়যন্ত্র প্রতিরোধ করবেনা বাড়ি বাড়ি গিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচার করবে এবং ভোট চাইবে।  বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন তারা শুধু আমেরিকার দূতাবাসে ঘোরাঘুরি করে কিন্তু ক্ষমতার মালিক ত আমেরিকার না জনগন। তারা কোন মুখ নিয়ে যাবে জনগণের কাছে, ক্ষমতায় থেকে তারা দেশ ও  মানুষকে কিছুই দিতে পারেনি লুটপাটে ব্যস্ত ছিল। দেশের চলমান উন্নয়ন  অগ্রগতি ব্যহত হবে সকল উন্নয়ন ব্যহত হবে। তাই আগামী নির্বাচনে আপনাদের নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

উপজেলা যুবলীগের আহবায়ক রাসেল খান রিজুর সভাপতিত্বে অন্যন্যের মাঝে বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান একে এম শফিকুল মোরর্শেদ আরুজ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব,উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত