সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
কেন্দুয়ায় অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, ৯:০১ PM
নেত্রকোনার কেন্দুয়ায় আশ্রয়ণ প্রকল্পে অসহায় ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। 

রোববার (১২ নভেম্বর) উপজেলার সান্দিকোনা ইউনিয়নে সাহিতপুর আশ্রয়ণ প্রকল্পে ৫২ জন অসহায় মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন, কেন্দুয়া- আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিলের পক্ষে উপজেলার সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো.আজিজুল ইসলাম। 

আশ্রয়ণ প্রকল্পের বাচ্চু মিয়া, বিমল, আলীম উদ্দীন, ইন্জিলাসহ মোট ৫২ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

শীত বস্ত্র পেয়ে তাৎক্ষণিক তাদের প্রতিক্রিয়া বলেন,  শীতের শুরতে এই শীতবস্ত্র পেয়ে আমরা অনেক খুশি। 

এসময় উপজেলার সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল, উপজেলা আওয়ামী লীগের সদস্য এমদাদুল হক, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারা মিয়াসহ  আশ্রয়ণ প্রকল্পের শীতার্তজন উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য ইতিমধ্যে উপজেলার সান্দিকোনা  ইউনিয়নের সাহিতপুর আশ্রয়ণ প্রকল্পের অসহায় ও দুঃস্থদের বিনামূল্যে দুর্যোগ সহনীয় ঘর  পেয়েছেন। বিনামূল্যে ঘর পাওয়ায় খুশি এখানকার মানুষরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত