বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধের মধ্যে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
রোববার রাতে সাভারের বলিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে ভাকুর্তা পুলিশ ক্যাম্পের এসআই আসোয়াদুর রহমান জানান।
তিনি বলেন, “বলিয়ারপুর স্ট্যান্ডে ওভারব্রিজের পাশে ইতিহাস পরিবহনের বাসটি পার্ক করা ছিল। দুর্বৃত্তরা তাতে অগ্নিসংযোগ করে। তবে এতে কেউ হতাহত হননি।”
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, “বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আমাদের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”
সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর বিএনপি হরতাল ডাকে। এরপর একে একে তিন দফায় সাত দিন অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি। রোববার সকাল থেকে শুরু হয়েছে তাদের চতুর্থ দফার সড়ক, রেল ও নৌপথ অবরোধ, যা মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী নির্বাচনের দাবিতে বিএনপির সঙ্গে সমমনা জোট ও দলও এ কর্মসূচি পালন করছে। এই কর্মসূচিতে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।