দেশব্যাপী হরতাল ও অবরোধের নামে বিএনপি-জামায়াতের হত্যা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকালে সাবেক এমপি ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোশতাক আহমেদ রুহীর নির্দেশে এ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি হয়। বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল থেকে অবরোধ ও নাশকতার বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয় এবং নাশকতা প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা দেন নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান করে নেতাকর্মীরা।