মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
গৌরনদীতে মাদ্রাসার শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৩:৩৫ PM
বরিশালের গৌরনদী উপজেলার এতিহ্যবাহী তাঁরাকুপি-কটকস্থল নুরাণী ও হাফেজী মাদ্রাসার ৩য় জামাতের ২০২১-২০২২ শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান ও ২০২৩ শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ এবং বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মাদ্রাসা কম্পাউন্ডে বুধবার দুপুরে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ জুয়েল মিয়ার সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য মোঃ বজলুর রশিদ। 

বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোল্লা ফারুক হাসান। বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শরীফুর আলম, তাঁরাকুপি-কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ হামীম, শিক্ষক মাওলানা ওলিউল্লাহ, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা আলম, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা ইশা, হাফেজ মোঃ কামাল হোসেন প্রমুখ। শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট, শিক্ষা উপকরণ এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। 
 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত