টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারকে অবাঞ্চিত ঘোষণা ও তার কুষপুত্তলিকা দাহ এবং দেশব্যাপী বিএনপির জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রলীগ।
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিলটি কালিহাতী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে শুরু করে কালিহাতী বাসস্ট্যান্ড হয়ে পূণরায় উপজেলা আ'লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুহিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, কালিহাতী পৌর মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল কাদের, সাবেক সদস্য আসলাম সিদ্দিকী ভূট্টো, কালিহাতী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল হাদি নিশাত ও কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, লায়ন ফেরদৌস আলম ফিরোজ একজন বি.এন.পি জামাতের মদদ পুষ্ট পৃষ্টপোষক। তার অর্থনৈতিক সহযোগিতায় আগুন সন্ত্রাস পরিচালিত হয় তার প্রমান হিসাবে ফিরোজ সাহেবের প্রতিষ্ঠিত লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের ল্যাব এসিস্ট্যান্ট হাবিব গত ২৮ অক্টোবর ঢাকায় আগুন সন্ত্রাস করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হন। বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে তাদেরকে প্রতিহত করতে আমরা মাঠে রয়েছি।
তাঁরা আরও বলেন, উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি জননেতা মোজহারুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে ঘৃন্য চক্রান্তে লিপ্ত হয়ে কোমলমতি ছাত্র-ছাত্রীদের ব্যবহার করে মানববন্ধন করেছে। ধিক্কার জানাই এই ধৃষ্টতা দেখানো ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রশাসনের কাছে এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানাই।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে লায়ন ফেরদৌস আলম ফিরোজ উচ্চ বিদ্যালয় ও লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ দ্বয়ের প্রতিষ্ঠাতা লায়ন ফেরদৌস আলম ফিরোজ ও কালিহাতী আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারীকে নিয়ে মিথ্যাচার, কুৎসা রটনা, অপপ্রচার ও মানহানিকর বক্তব্যের অভিযোগ এনে মানববন্ধন ও তার কুষপুত্তলিকা দাহ করে লায়ন ফেরদৌস আলম ফিরোজ উচ্চ বিদ্যালয় ও লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের শিক্ষার্থীবৃন্দ। তারই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।