সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
ময়মনসিংহে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিভাগীয় দপ্তর প্রধানদের কর্মশালা
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৩:৪৮ PM
ময়মনসিংহে বিভাগীয় কার্যালয়ের দপ্তর প্রধানদের অংশ গ্রহণে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

২০৪১ সালে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে বিভাগীয় পর্যায়ের দপ্তরসমূহের কার্যক্রমকে আরো শানিত ও ফলপ্রসূকরণে এবং দপ্তরসমূহকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সাথে আরও বেশি করে কিভাবে সম্পৃক্ত করা যায় সে উদ্দেশ্যকে সামনে রেখে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীগণ কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে এ সংক্রান্ত কর্মপরিকল্পনায় অংশ নেন। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। কর্মশালায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আজিজুর রহমান, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল, বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানা, পরিবেশ অধিদপ্তরের পরিচালক দিলরুবা আহমেদ, প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আলী রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত