নেত্রকোনা কেন্দুয়ায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গাড়ি, দোকানপাট ভাংচুর ও লুটের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ নভেম্বর) সকাল ৭ টায় উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা বাজারের ট্রেইলারিংসহ কাপড় ব্যবসায়ী এখলাছ উদ্দিনের দোকানে।
স্থানীয় ও পারিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় এখলাছ উদ্দিনের ছেলে ওয়াসীমসহ ২৫ জন ডাউকী গ্রামের বিএনপির নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছে। তারই প্রেক্ষিতে সান্দিকোনা ইউনিয়ন বিএনপি বিক্ষুব্ধ হয়ে খুব সকালে যখন লোকজন বাজারে আসা যাওয়া শুরু করেনি ,তখনই এখলাছ উদ্দিনের দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায় এবং সান্দিকোনা মোড়ে তাৎক্ষণিক চলন্ত দুটি পিকআপও ভাংচুর করেছে।
দোকানের মালিক এখলাছ উদ্দিন জানান,আমার ছেলে ওয়াসীম গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে আওয়ামীলীগে যোগদান করে। তারই প্রেক্ষিতে আজ সকাল ৭ টার দিকে সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন ভুঞার নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী সান্দিকোনা বাজারে আমার কাপড়ের দোকানে ভাংচুর ও লুটপাট করে প্রায় দুই লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল বলেন, গত মঙ্গলবার সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় বিএনপির ২৬ নেতাকর্মী গতকাল আওয়ামী লীগে যোগ দিয়েছে। ওয়াসীম ২৬ জনের মধ্যে একজন। তারই পরিপ্রেক্ষিতে ক্ষোভে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রোকন উদ্দিন ভূঞা ও উপজেলা কৃষক দলের আহবায়ক মাহাবুব আলম মহসীনের নেতৃত্বে বিএনপির সন্ত্রাসীরা কাপড়ের দোকানে ভাংচুর ও লুটপাট করে পাশাপাশি রাস্তায় চলন্ত পিকআপও ভাংচুর করে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো.এনামুল হক গাড়ী ও দোকান ভাংচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে থানায় অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।