মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
পূর্বধলায় অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগ, এলাকা ছাড়া বিএনপি
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৪:১৪ PM আপডেট: ১৫.১১.২০২৩ ৪:২০ PM
নেত্রকোনার পূর্বধলায় চলমান হরতাল অবরোধ কর্মসূচি ঘিরে হামলা-মামলা ও গ্রেফতার আতঙ্কে কোণঠাসা হয়ে এলাকা ছেড়েছেন বিএনপি জামায়াতের দলীয় নেতাকর্মীরা। গত ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া হরতাল আর চলমান অবরোধের পর থেকে বিএনপি এখন অনেকটাই ৃমাঠছাড়া। তালাবদ্ধ অবস্থায় রয়েছে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব দলটির নেতাকর্মীরা।বিএনপি মাঠছাড়া হলেও প্রচারণায় সরব রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা।এদিকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গত ১৫ দিনে পূর্বধলা থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা বিএনপির দেয়া তথ্যমতে, মামলায় সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনার, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এসএম শহিদুল্লাহ ইমরান, যুবদলের সদস্যসচিব নাজমুল হুদা ফিরোজ, ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব, সদস্যসচিব সাজু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হানিফ উদ্দিন রানাসহ বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দেড়শতাধিক নেতাকর্মী আসামি হয়েছেন। এর মধ্যে নামীয় আসামি ৫৩ জন। অনেক নেতাকর্মীই আবার একাধিক মামলায় আসামি হয়েছেন। গ্রেফতার হয়ে ঢাকাসহ জেলা কারাগারে রয়েছেন প্রায় ২৫ জন। উচ্চ আদালত থেকে অনেকেই আগাম জামিন নিলেও ভয়ে এলাকায় ফেরেননি।

উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার বলেন, গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতেই নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেয়া হচ্ছে। অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে বিএনপি নেতাকর্মীদের। সব বাধা উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন তা চলবে এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে ইনশাআল্লাহ।

উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা বলেন, বিএনপির চলমান আন্দোলনকে প্রতিহত করতে আমাদেও নেতাকর্মীরা সবাই মাঠে রয়েছেন। জনগণ এই অবৈধ অবরোধ মানেনা। বিএনপির সন্ত্রাসবাদ, জ্বালাও পোড়াও আন্দোলন রুখে দিতে আমার সবসময় মাঠে রয়েছি। 
উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার বলেন,আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চাপায় পড়ে এখন দিশাহারা বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনে মাননীয়প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকার জয় নিশ্চিত করতে উপজেলা আওয়ামী লীগ অঙ্গীকারবদ্ধ। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, যারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টায় জড়িত তাদের আইনের আওতায় আনা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশ কাউকে হয়রানি বা গ্রেপ্তার করেনি, আর করবেও না। যাদেরকে গ্রেফতার এবং যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত