পিরোজপুরের কাউখালী উপজেলার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ও আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিব শতবর্ষ মঞ্চে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তালুকদার দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফিজুর রহমান, শিক্ষক লিটন কৃষ্ণ কর। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ এক ইঞ্চিও জমিও ফাঁকা রাখা যাবেনা। আমাদের নিজের জমিতে নিজেরা ফসল ফলিয়ে টাটকা শাক-সবজি খাব। মাননীয় সরকার প্রধান বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে ভিন্ন প্রকার ভাতার আওতায় এনেছে।