মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বড়াইগ্রামে সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময়
বড়াইগ্রাম,নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৪:৩৫ PM আপডেট: ১৫.১১.২০২৩ ৪:৪৬ PM
নাটোরের বড়াইগ্রামে সরকারের সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার রাজাপুর ডিগ্রী কলেজ মাঠ চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন-নাটোর-০৪ আসনের সাংসদ আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।সরকারের বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালিনভাতা,প্রতিবন্ধীভাতা সহ বিভিন্ন সুবিধাভোগী প্রায় ৩ হাজার নারী-পুরুষ অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথী বলেন-শেখ হাসিনা দুঃস্থ মানুষের জন্য কাজ করেছেন, আওয়ামী লীগ সুখে-দুঃখে সাধারণ জনগণের পাশে থেকেছেন। তাই আপামর জনসাধারণ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনার নৌকা, বঙ্গবন্ধুর নৌকায় ভোট দিবে।

তিনি আরো বলেন, আগামীতে আওয়ামী লীগ সরকার আবারো ক্ষমতায় আসলে দেশে আরো উন্নয়ন হবে। আরো ব্যাপকসংখ্যক মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে ভাতার সংখ্যা ও ভাতার হার আরও বৃদ্ধি হবে।

জয় বাংলা সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক টিএম মাসুদ করিম বাকির সঞ্চালনায় অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল,জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,চান্দাই ইউপি চেয়ারম্যান শাহনাজ পারভীন,নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, মশিন্দা ইউপি চেয়ারম্যান আব্দুল বারি,রাজাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তুঘলক,বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের,

প্রবীন আ'লীগ নেতা আব্দুস সোবহান প্রাং ,মাঝগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান খোকন মোল্লা,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম জোয়ার্দার,বনপাড়া পৌর আ'লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ আ'লীগের নেতৃবৃন্দ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত