কলমাকান্দায় পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে ।
আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল কলমাকান্দা উপজেলার ফকির চান্দুয়াইল গ্রামের চাঁন মিয়ার ছেলে।কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায়, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।
পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের স্বজনদের কাছে মৃত শিশুটির লাশ হস্তান্তর করা হয়েছে।