কক্সবাজারের উখিয়া মাছকারিয়া আদর্শগ্রাম থেকে অস্ত্র ও গুলি সহ একজন কে আটক করেছে উখিয়া পুলিশ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( উখিয়া সার্কেল ) মোঃ রাসেল, পিপিএম-সেবা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাছকারিয়া আদর্শগ্রাম এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোঃ রাসেল, পিপিএম-সেবা বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাছকারিয়া আদর্শগ্রামের মোঃ জোবায়েদ প্রঃ জোবায়ের (৪০) তার বসতঘরে তল্লাশী চালিয়ে নিজ হেফাজত হইতে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি), যাহার ১ টির কাঠের বাটসহ লম্বা ১১ ইঞ্চি এবং অপরটি কাঠের বাটসহ লম্বা ১১.২ ইঞ্জি ও শপিং ব্যাগের ভিতর হইতে কাপড়ের তৈরী থলের ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত আসামীর হলেন, মোঃ জোবায়েদ প্রঃ জোবায়ের (৪০) পিতা নুরুল ইসলাম, মাতা লালু বেগম।
গণমাধ্যম কর্মীদের কে উখিয়া সার্কেল জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রয়েছে।