মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
নীলফামারীতে কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে ধান কাটা শুরু
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৭:৩৯ PM
নীলফামারীতে ১৫০বিঘার সমলয়ে রোপা আমন ধান কর্তন শুরু হয়েছে কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাদিখোল সরকারপাড়া এলাকায় কর্তন কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এসএম আবু বকর সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ উপস্থিত ছিলেন এতে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অন্যান্যের মধ্যে সংগলশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান ও কৃষক মতিউর রহমান বক্তব্য দেন সভায়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুপম মহসিন রেজা আলোচনা সভা সঞ্চালনা করেন।

এতে জানানো হয় ৫৫ জন কৃষক ১৫০ বিঘার লমলয়ে রোপা আমন আবাদ করেছেন সরকারের কৃষি প্রনোদনা কর্মসুচির অংশ হিসেবে। বলা হয়, একই সময়ে একযোগে বীজতলা তৈরি, যন্ত্রের সাহায্যে একযোগে চারা রোপন ও একই সময়ে ফসল কাটা ও মাড়াই করা হচ্ছে রোপা আমনের আবাদে।

কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে এখানে চাষাবাদ করা হয়েছে। রাইস সিডিং মেশিনের সাহায্যে ট্রেতে ম্যাট টাইপ সুস্থ্য ও রোগমুক্ত চারা উৎপাদন এবং রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে চারা রোপন করা হয় কৃষি প্রযুক্তির অংশ হিসেবে।  

উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানান, সমলয়ে আবাদে হেক্টর প্রতি ২০জন শ্রমিক সাশ্রয় হওয়ার পাশাপাশি চারা রোপনে অর্ধেক খরচ কমে আসে কৃষকের।  কৃষি প্রযুক্তির ফলে অন্তত ৩০ভাগ সেচ কম লাগছে এবং জ্বালানি খরচ ও শ্রমিক প্রয়োজনীয় কমে আসছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত