নড়াইলে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও বাল্যবিবাহ অবসানের লক্ষ্যে স্কুল পর্যায়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সালের নভেম্বর মাসব্যাপী প্রচারণার অংশ হিসেবে ১০টি স্কুল ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় ও জেলা তথ্য অফিসের আয়োজনে নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাল্যবিবাহের অবসান এবং শিশুর প্রতি সকল ধরণের সহিংসতা রোধের লক্ষ্য নিয়ে উক্ত বিষয়ের উপর স্কুলের শিক্ষর্থীদের মাঝে আড়ম্বরপূর্ণ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রতিটি প্রতিষ্ঠানের ৫জন বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে পারস্পরিক মতবিনিময় করা হয়। উপস্থিত সকল শিক্ষার্থী বাল্যবিবাহ অবসান এবং শিশুর প্রতি যেকোন সহিংসতা বন্ধে সক্রিয় ভূমিকা পালন করবে বলে শপথ গ্রহণ করে।