মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
খুলনা নগরীতে বিএনপির ৪ নেতাকর্মী আটক
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৮:৩৬ PM
খুলনায় হরতালের সমর্থনে মিছিলকালে বিএনপি ও অঙ্গসংগঠেনর চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে নগরীর খানজাহান আলী থানাধীন বাদামতলা বিআরটিএ মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 

খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, খানজাহান আলী থানার বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ বিল্লাল হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন খোকা ও বিএনপি কর্মী মোঃ রেজাউল গাজী (৪৪)। এর মধ্যে কাজী মিজানুর রহমানের বিরুদ্ধে ৩ টি মামলা এবং শেখ বিল্লাল হোসেনের বিরুদ্ধে ২ টি মামলা রয়েছে।

এসময় ঘটনাস্থল থেকে ৫ টি লাঠির মাথায় পেট্রোল লাগানো মশাল, একটি হ্যামার, ৩টি হাতুড়ী, দুইটি শাবল, ১২ টি বাঁশের লাঠি, ৩টি লোহার রড, ৩টি বাজার করা ব্যাগ ভর্তি ইট ও পাথরের টুকরা উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত