সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
নবীনগরে নতুন কারিকুলাম বিষয়ে প্রশিক্ষণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৫:৩৩ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পর্যায়ে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের ৩ দিনব্যাপি শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে উপজেলা রিসোর্স সেন্টারে ১৫ তম ব‍্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়।

উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এর সমন্বয়ে এ ব‍্যাচের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আবদুল আউয়াল, ইন্স্ট্রাক্টর (সা) পিটিআই ব্রাহ্মণবাড়িয়া ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনসুর আহমেদ।

উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ নজরুল ইসলাম জানান, প্রতি ব‍্যাচে ৩০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে ৩৫টি ব‍্যাচে মোট ১০৫০ জন শিক্ষকদের সকাল ৯টা-বিকেলে ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ দেওয়া হবে। 

এসময় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত