মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
লালমনিরহাট-৩ আসনে নৌকা প্রত্যাশী অ্যাডঃ মতিয়ার রহমানের সমর্থনে গণমিছিল
মোঃ লাজু মিয়া, (আদিতমারী) লালমনিরহাট
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৭:১১ PM
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ (সদর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমানের সমর্থনে বিভিন্ন স্তরের অন্তত ১০ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষ বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে।

রোববার (২০ নভেম্বর) বিকেলে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যলয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশাল এই মিছিল বের হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নৌকা প্রতিক প্রত্যাশী অ্যাডঃ মতিয়ার রহমানের পক্ষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়ে বক্তব্য দেন নেতাকর্মীরা। এসময় মিছিলে নেতৃত্ব দেওয়া নেতাকর্মীরা বলেন,লালমনিরহাটে আওয়ামীলীগ সরকারের উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অ্যাডঃ মতিয়ার রহমানের বিকল্প নেই। অ্যাডঃ মতিয়ার রহমান আওয়ামী লীগের মনোনয়ন পেলে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে নৌকার পক্ষে কাজ করবে এবং সদর আসনে নৌকা প্রতীক বিজয়ী হবে। এতে লালমনিরহাট-৩ আসনটি বাংলাদেশ আওয়ামিলীগের ঝুলিতে যুক্ত হবে।

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ আশরাফ হোসেন বাদল, অ্যাডঃ নজরুল ইসলাম রাজু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, পৌর আঃলীগ সভাপতি মোফাজ্জল হোসেন, সম্পাদক কাজী নজরুল ইসলামের নেতৃত্বে বের হওয়া এই গণ মিছিলটিতে জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের অন্তত ১০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত