বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর উদ্যোগে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগিতায় উপকূলীয় খুলনা অঞ্চলে পানি ও মাটির লবনাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে পতিত জমি আবাদ ও ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ শীর্ষ কর্মশালা নাগরী এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউশন এর মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর।
স্থানভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন প্রকল্প (এলএসটিডিপি) ব্রি এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি স্যাটেলাইট স্টেশন খুলনা এর ফিতা কেটে শুভ উদ্বোধন শেষে দোয়া মোনাজাত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার সহ ঊর্ধ্বতন কর্মকর্ত বৃন্দ।