জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ‘নজরুল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদানেরপর এই বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিকভাবে একটি উন্নত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে কাজ করে চলেছি। শিক্ষা, গবেষণা ও উন্নয়ন এই তিনটি মোটোকে ব্রত হিসেবে নিয়ে সকলকে নিয়ে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছতে কাজ করছি। ’
তিনি আজ ২৪ নভেম্বর ২০২৩ তারিখ শুক্রবার ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) বিভাগের এক যুগ (১২ বছর) পূর্তি উপলক্ষ্যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
ড. সৌমিত্র শেখর আরও বলেন, শিক্ষার্থীদের যেন কোনরকম সেশন জট না থাকে সেজন্য একাডেমিক ক্যালেন্ডার করেছি, খেলাধুলার জন্য স্পোর্টস ক্যালেন্ডার করেছি। গবেষণার ক্ষেত্রে ইতোমধ্যেই ব্যাপক উন্নয়ন ঘটেছে, গবেষণা মেলাও অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যেই দুইটি আন্তর্জাতিক কনফারেন্স হয়েছে এবং তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স অত্যাসন্ন। আর অবকাঠামোগত উন্নয়ন তো চলমান রয়েছেই। বিশ্ববিদ্যালয়ের দুইদিকে দুইটি প্রধান গেইট থাকবে। গেইট দুইটি তৈরির জন্য ইতোমধ্যেই টেন্ডার দেওয়া হয়েছে। ক্যাম্পাসে জো বাইক চালু করা হবে। শিক্ষার্থীরা এই বাইক নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজেই যাতায়াত করতে পারবে। রাস্তাঘাটের কাজ শেষে করতে হয়, এটা আমাদের পরিকল্পায় রয়েছে এবং বাজেটও ধরা আছে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই রাস্তার কাজও করা হবে। আর এই কাজগুলো সম্পন্ন হলে নজরুল বিশ্ববদ্যালয় ক্যাম্পাস একটি নন্দন-কানন হিসেবে গড়ে উঠবে।’
অনুষ্ঠানের শুরুতে কেক কাটেন অনুষ্ঠানের সভাপতি মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এরপর আকাশে বেলুন উড়িয়ে মাননীয় উপাচার্যের নেতৃত্বে আনন্দ র্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় ভারতের পশ্চিমবঙ্গের আচার্য দীনেশন্দ্র সেন রিসার্স সেন্টারের পরিচালক ও আচার্য শ্রীদীনেশন্দ্র সেনের প্রপৌত্রী অধ্যাপক দেবকন্যা সেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্র, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোসট মাসুম হাওলাদার, শিক্ষক, কর্মকর্তা ও বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে গাহি সাম্যের গান মঞ্চে এক আলোচনা সভা ও এইচআর এওয়ার্ড প্রদান অনুষ্ঠান হয়। অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ন কবীর এবং স্বাগত বক্তব্য রাখেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্র।
অনুষ্ঠানে প্রথমবারের মতো শুরু হওয়া এইচ আর এওয়ার্ড প্রদান করা হয়। এবছর তিন জন সাবেক শিক্ষার্থী এই এওয়ার্ড প্রাপ্ত হন। প্রথম জন তানভীর আহমেদ মিশু, প্রতিষ্ঠাতা ও ব্যাবস্থাপনা পরিচালক- নগদ। দ্বিতীয় জন এস এম ফারুক হাসান, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান-প্রতিক গ্রুপ (অনুপস্থিত) এবং তৃতীয় জন এ আর খান আখির , ব্যাবস্থাপনা পরিচালক - ম্যাক টেক্স গ্রুপ।
সন্ধ্যায় আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সাবেক শিক্ষার্থী ও জনপ্রিয় শিল্পী অনিমেষ রায় ও কানিজ খন্দকার মিতু। সবশেষে জনপ্রিয় ব্যান্ড স্যালভেশনের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এইচআর কার্নিভাল।