মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
রোববারের মধ্যে ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী ঘোষণা : কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৫:৩০ PM আপডেট: ২৪.১১.২০২৩ ৬:৩২ PM
বিএনপি নির্বাচনে আসবে না এটা উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপির এখনো নির্বাচনে আসার সুযোগ আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, চারটি বিভাগে মনোনয়ন চূড়ান্ত করেছি। আগামী রোববারের মধ্যে ৩০০ আসনের প্রার্থীতা ঘোষণা করতে পারব। নতুন এসেছে, কিছু বাদও পড়েছে। উইনিবেল প্রার্থী আমরা বাদ দেইনি।

উল্লেখ্য, দ্বিতীয় দিনের মতো চলছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা। এ সভা থেকে আজ খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থী চূড়ান্ত করবে দলটি।

আওয়ামী কেন্দ্রীয় কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে, এবার ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি। গত নির্বাচনে সংখ্যাটি ছিল ৪ হাজার ৩৭ জন। এবার ৬৭৫টি মনোনয়ন ফরম কম বিক্রি হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত