মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
শ্রীপুরে অগ্নিসংযোগ ও বিষ্ফোরক মামলার প্রধান আসামী গ্রেফতার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৬:০০ PM
গাজীপুরের শ্রীপুরে বিএনপি’র ডাকা অবরোধে গাড়ীতে অগ্নিসংযোগ ও বিষ্ফোরক মামলার প্রধান আসামী বিএনপি কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর ২ টায় গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের শামসুদ্দিনের ছেলে। সে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গাজীপুর-৩ (শ্রীপুর-ভাওয়ালগড়-পিরুজালী) আসনে সম্ভাব্য প্রার্থী হিসাবে দীর্ঘদিন যাবত প্রচারণা চালিয়ে আসছিলেন। বিএনপি নির্বাচনে অংশগ্রহন করলে বিএনপি প্রার্থী হিসেবে তার মনোনয়ন প্রায় নিশ্চিত ছিলো বলে জানিয়েছেন বিনএপি নেতাকর্মীরা।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন জানান, গত শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে অবরোধের সমর্থনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার আসপাডা এলাকায় মশাল মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। ওই মিছিলে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান নেতৃত্ব দেন। ওই ঘটনায় বাচ্চুকে প্রধান আসামী করে গাড়ীতে অগ্নিসংযোগ ও বিষ্ফোরক মামলায় শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে তিনি বিভিন্ন স্থানে আতœগোপনে ছিলেন। শুক্রবার (২৪ নভেম্বর) গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় অবস্থান করে নাশকতার পরিকল্পনা করছিলেন। এমন গোপন সংবাদে র‌্যাব সদস্যরা ওই এলাকায় আভযান চালিয়ে দুপুর ২ টার দিকে তাকে গ্রেফতার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো: নাসিম জানান, গ্রেফতার বিএনপি’র কেন্দ্রীয় নেতাকে এখনো (সন্ধ্যা সাড়ে ৫ টায়) আমাদের কাছে হস্তান্তর করেনি র‌্যাব। ৬ষ্ঠ দফায় বিএনপি’র ডাকা ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার আসপাডা এলাকায় মশাল মিছিল করে নেতাকর্মীরা। ওই ঘটনায় অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে প্রধান আসামী করে অগ্নিসংযোগ ও বিষ্ফোরকদ্রব্য আইনে মামলা রুজু হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত