মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
আখাউড়ায় ভুয়া সাংবাদিক আটক, মুচলেকায় মুক্ত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৮:৫০ PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাজার পরিচালনা কমিটির নির্বাচন চলাকালীন এক ভূয়া সাংবাদিক আটক করেছে প্রশাসন। ৭ ঘন্টা আটকের পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে খড়মপুর কল্লা শহীদ মাজার পরিচালনা কমিটির নির্বাচন থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তি উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের উত্তরপাড়ার মৃত মাতাব মিয়ার ছেলে এম এ আমানুল্লাহ(৪০) , সে সুনামগঞ্জ জেলার শাল্লা  উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছে। 

নির্বাচনে দায়িত্বরত কর্মকার্তার সূত্রে জানা যায়, সকাল ৮ টা থেকে খড়মপুর মাজার পরিচালনা কমিটির নির্বাচন শুরু হয়। ভোট গ্রহন শুর হওয়ার পর থেকে ওই ব্যাক্তি সাংবাদিক পরিচয় দিয়ে ভোটকেন্দ্রের আশেপাশে ভিডিও ও ছবি তুলছিলেন। নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট তার আচরণে সন্দেহ হলে তাকে সাংবাদিক পরিচয় পত্র দেখাতে বলেন। তখন আমানুল্লাহ কোন পরিচয় পত্র দেখাতে না পারায় তাকে আটক করা হয়। পরে খোজ নিয়ে দেখা যায় সে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বাস্থ্য পরিদর্শক হিসেবে সরকারি চাকরিতে রয়েছেন।

এবিষয়ে জানতে চাইলে নির্বাচনে দায়িত্বে থাকা আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, আমানুল্লাহ নামের ওই ব্যাক্তি সকালে ভোট কেন্দ্রের আশপাশের সন্দেহ জনক ভাবে ঘোরাঘুরি করে ভিডিও এবং ছবি তুলছিলেন। তখন তাকে সন্দেহ হলে তার পরিচয় জানতে চাইলে সে নিজেকে সাংবাদিক পরিচয় দেন।আমরা তার পরিচয় পত্র দেখাতে বলি। কিন্তু সে তা দেখাতে না পারায় তাকে আটক করি। আমরা তার উর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

এ বিষয়ে তার কর্মস্থল শাল্লা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নূরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সে সরকারি কর্মচারি, সে সাংবাদিকতা করতে পারে না। এমনিতেও সে নিয়মিত অফিস করে না। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত