গাজীপুরের শ্রীপুরে জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি কার্যালয়েওই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির উপদেষ্টা সহকারী অধ্যাপক আবু বকর ছিদ্দিক আকন্দ সোহেল কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী’র উদযাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আক্তার হোসেন, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক সেলিম শেখ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, অর্থ সম্পাদক সাদেক মিয়া, শ্রীপুর প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মাসুদ রানা, গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রায়হানুল ইসলাম আকন্দ, সাংবাদিক নাঈম মেহেদী, রাকীব হোসেনসহ শ্রীপুর উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত প্রতিনিধিবৃন্দ।
বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য জনপ্রিয় দৈনিক ‘বাংলাদেশ বুলেটিন’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সেই সাথে জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন’র সাফল্য কামনা করা হয়।